প্রকাশিত: Thu, Apr 27, 2023 10:49 AM
আপডেট: Mon, Jan 26, 2026 9:37 AM

সমাজকর্মী ও বিশ্বের বৃহত্তম বেসরকারি সংগঠন ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদের জন্মদিন

আশিক নূরী : [১] স্যার ফজলে হাসান আবেদ ছিলেন একজন বাংলাদেশি সমাজকর্মী এবং বিশ্বের বৃহত্তম বেসরকারি সংগঠন ব্র্যাকের প্রতিষ্ঠাতা। ২০১৪ ও ২০১৭ সালে ফরচুন ম্যাগাজিনের ‘বিশ্বের ৫০ সেরা নেতার তালিকায়’ তাঁর নাম অন্তর্ভুক্ত হয়। বাংলাদেশে ও আন্তর্জাতিক অঙ্গনে দারিদ্র বিমোচন এবং দরিদ্রের ক্ষমতায়নে বিশেষ ভূমিকার স্বীকৃতি স্বরূপ ২০০৯ সালে ব্রিটিশ সরকার তাঁকে সবচেয়ে সম্মানিত অর্ডার অব সেন্ট মাইকেল অ্যান্ড সেন্ট জর্জের নাইট কমান্ডার উপাধিতে ভূষিত করে। [২] ফজলে হাসান আবেদ ১৯৩৬ সালের ২৭ এপ্রিল হবিগঞ্জ জেলার বানিয়াচংয়ে জন্মগ্রহণ করেন। তাঁর পূর্বপুরুষরা ছিলেন ঐ অঞ্চলের জমিদার। আবেদ হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে তৃতীয় শ্রেণি থেকে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেন। পরবর্তী সময়ে তিনি ১৯৫২ সালে পাবনা জিলা স্কুল থেকে ম্যাট্রিকুলেশন এবং ১৯৫৪ সালে ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন। 

[৩] ফজলে হাসান আবেদ সম্মানসূচক অসংখ্য ডিগ্রিতে ভূষিত হয়েছেন। তন্মধ্যে রয়েছে- ‘ইয়েল বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট অব হিউমেন লেটার্স (২০০৭)’, ‘কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর অব লজ (২০০৮)’, ‘অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর অব লেটার্স (২০০৯)’ ও ‘প্রিন্সটন বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর অব লজ (২০১৪)’। [৪] সামাজিক উন্নয়নে তাঁর অসামান্য ভূমিকার জন্য তিনি ‘র‌্যামন ম্যাগসেসে পুরস্কার’, ‘স্প্যানিশ অর্ডার অব সিভিল মেরিট’, ‘লিও তলস্তয় আন্তর্জাতিক স্বর্ণ পদক’, ‘জাতিসংঘ উন্নয়ন সংস্থার মাহবুবুল হক পুরস্কার’ এবং ‘গেটস ফাউন্ডেশনের বিশ্ব স্বাস্থ্য পুরস্কার’ অর্জন করেন। এছাড়াও তিনি শিক্ষা ক্ষেত্রের নোবেল বলে খ্যাত ‘ইয়াইদান পুরস্কার’ লাভ করেছেন। স্যার ফজলে হাসান আবেদ ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে ২০১৯ সালের ২০ ডিসেম্বর মারা যান।